রামপালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্মারকলিপি প্রদান

রামপাল প্রতিনিধি

আপডেট : ০১:৫৮ পিএম, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ | ৯৪৫

রামপালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রামপাল উপজেলা শাখার পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে এবং নিম্ন আয়ের মানুষদের ভোগান্তি লাঘবে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় বিকল্প সদস্য ও বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক রবীন্দ্র দেবনাথ, রামপাল শাখার সভাপতি অশেষ রায় পল্টু, সাধারণ সম্পাদক ডাঃ নুর ইসলাম শেখ, নিমাই চন্দ্র শীল, আমজাদ হোসেন, এম,এ সবুর রানা, মিলন মন্ডল, ডালিম শেখ, হাওলাদার রুহল আমিন, মোন্তাজ মোল্যা, হাফিজুর রহমান প্রমুখ।

স্মারকলিপিতে বৈশ্বিক করোনা মোকাবেলায় গৃহবন্দি নিম্ন আয়ের মানুষদের খাদ্যের সহায়তাসহ আর্থিক সহায়তা প্রদান, আক্রান্ত ব্যক্তিদের সুচিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা, যাবতীয় সরঞ্জামাদী বিনামূল্যে বিতরণ, চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টদের পর্যপ্ত নিরাপত্তা প্রদান, সরকারি-বেসরকারি সকল প্রকার ক্ষুদ্র ঋণ, ব্যাংক-বীমা ও ঘর ভাড়া, কর-খাজনা ট্যাক্স আপদকালীন সময় আদায় বন্ধ রাখতে হবে। গরীব লোকদের রিলিফ রেশনের ব্যবস্থা গ্রহণ। চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসিপত্রের দান নিয়ন্ত্রন করতে হবে।

করোনা ভাইরাসের অজুহাতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যাতে দ্রব্য মূল্যের দাম বাড়াতে না পারে সেজন্য কঠোরভাবে নিয়ন্ত্রন করতে হবে। এজন্য সরকারিভাবে সার্বক্ষনিক বাজার নিয়ন্ত্রনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাত দফা দাবী অনতিবিলম্বে কার্যকর করতে হবে। দাবী পুরনে ব্যর্থ হলে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত