বাগেরহাটে পরিবার পরিকল্পনার অ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৪৬ পিএম, রোববার, ২৪ ডিসেম্বর ২০১৭ | ৭৩৩

বাগেরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বাগেরহাট পরিবার পরিকল্পনা জেলা ও সদর উপজেলা আয়োজিত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল আলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন উল হাসান, শিশু ও কল্যাণ কেন্দ্রে চিকিৎসক আব্দুস সামাদ, চিকিৎসক শ্রী অনিল কুন্ডু প্রমুখ।

আয়োজকরা জানান, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন পালন করা হবে। এজন্য জেলার সকল উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিদের সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে প্রতিটি মানুষ পরিবার পরিকল্পনা বিভাগের দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতিগুলো সেবা সর্ম্পকে জানতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত