ফকিরহাটে ঘরে থাকা ৯০জন কৃষককে প্রশিক্ষন প্রদান

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:০৪ পিএম, মঙ্গলবার, ২ জুন ২০২০ | ৬০৪

ফকিরহাটে করোনা পরিস্থিতিতে ঘরে থাকা কৃষকদের পতিত জমি ফেলে না রেখে বিভিন্ন জাতের সবজী চাষ করার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৯০জন কৃষক ও কৃষাণীকে প্রশিক্ষন প্রদান করেছেন। মঙ্গলবার পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি কক্ষে নিরাপদ দুরত্ব রেখে দিনব্যাপী এই প্রশিক্ষন প্রদান করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০২০অর্থ বছরে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত।

এসময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, মোছাঃ শারমীনা শামীম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ মন্ডল ও তানিয়া রহমান। প্রশিক্ষনে বাহিরদিয়া-মানসা, পিলজংগ, বেতাগা, লখপুর ও ফকিরহাট সদর ইউনিয়নের মোট ৯০জন কৃষক ও কৃষাণীরা অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত