শরণখোলায় হরিণের মাথা ও মাংস উদ্ধার

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:৩৫ পিএম, শুক্রবার, ১৯ জুন ২০২০ | ৬৬০

শরণখোলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন সোনাতলা গ্রাম থেকে একটি মাথাসহ ১০ কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৮জুন) রাত ১০টার দিকে ওই গ্রামের হাবিব হাওলাদারের বাড়ির পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় হরিণের মাংস ও মাথা উদ্ধার করে বনরক্ষীরা।

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা ষ্টেশনের বনরক্ষীরা সিপিজি ও টাইগার টিমের সদস্যদের সহযোগীতায় সোনাতলা গ্রামে অভিযান চালায়। এসময় হাবিব হাওলাদারের বাড়ির পাশ থেকে একটি বস্তা ভর্তি হরিণের মাংস ও মাথাটি উদ্ধার করে তারা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


উদ্ধার হওয়া মাংস ও মাথা ভোলা টহল ফাঁড়ির বনে কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত