মোরেলগঞ্জে ১ দফা দাবিতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৪:১৫ পিএম, বুধবার, ৮ জুলাই ২০২০ | ৭১২

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন (শিশু বিদ্যালয়) এর শিক্ষকদের রাষ্ট্রীয় তহবীল হতে আর্থিক অনুদান অথবা সহজ শর্তে ঋণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ আঞ্চলিক শাখা। উপজেলার ২১ টি কিন্ডারগার্টেন এর শিক্ষকগন এ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

বুধবার বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দি লাইসিয়াম একাডেমীর অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.আব্দুল ওয়াহাব, আমিরুন্নেছা মেমোরিয়াল একাডেমীর অধ্যক্ষ আব্দুল হাকিম মৃধা ও শহীদ তীতুমির একাডেমীর অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। এ ছাড়াও শুভ বিদ্যানিকেতনের মো. ছগির হোসেন, এসোসিয়েশনের প্রচার সম্পাদক দেব কুমার হাওলাদার, মিয়া ফুয়াদ ইন্টারন্যাশনাল স্কুলের রফিকুল ইসলাম কিছলু, ভাসানী কিন্ডারগার্টেনের উত্তম কুমার প্রমুখ বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত