শরণখোলায় ৩১ হাজার শিক্ষার্থী পেল নতুন পাঠ্যবই

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ০২:৫২ পিএম, সোমবার, ১ জানুয়ারী ২০১৮ | ১০৪১

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শরণখোলায় বই উৎসব পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাইস্কল মিলনায়তনে আনুষ্ঠানিক বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস। বছরের প্রথমদিন শরণখোলায় ৩১ হাজার ৪৮২ জন কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।


রায়েন্দা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সুলতার আহমেদ গাজীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মো. আশরাফুল ইসলাম, ইউআরসি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, রায়েন্দা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইয়েদুল ইসলাম প্রমূখ।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জাামান খান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, উপজেলায় ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ে ও ২০টি মাদরাসায় মোট ১৫ হাজার ৪৮২ জন শিক্ষার্থীর হাতে স্ব-স্ব বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নতুর বই তুলে দেওয়া হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মো. আশরাফুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৬ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। বছরের প্রথমদিনে নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা দারুন উচ্ছ্বসিত বলে ওই কর্মকর্তারা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত