কচুয়ায় স্বাস্থ্যবিধি মেনে গ্রাম আদালতের কর্মসূচি বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:০৫ পিএম, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ | ৬০০

দাতাসংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়ে) প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলা মিলনায়তনে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান মো. হাদিউজ্জামান, মঘিয়া ইউপি চেয়ারম্যান পংকজ কান্তি অধিকারী।
আলোচ্য সূচী অনুযায়ী সেসন পরিচালনা করেন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, বাগেরহাট জেলা সমন্বয়কারী মোহাম্মদ অলিউল হাসনাত, ওয়েব ফাউন্ডেশন, বাগেরহাট। কর্মশালায় উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে মোট ২৪ জন অগ্রসরমান নারী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়ে) প্রকল্পের আওতায় বাগেরহাট জেলায় করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে গ্রাম আদালত বিচারিক সেবা প্রদান করা হচ্ছে। প্রকল্পভুক্ত ৪২ টি ইউনিয়নে করোনাকালীন সময়ে অর্থাৎ এপ্রিল হইতে জুলাই ২০২০, এই চার মাসে মোট ২৪৯ টি মামলা গ্রহণ করা হয়েছে। এবং স্বাস্থ বিধি মেনে ২৩৭ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তিকৃত ২৩৭ মামলার মধ্যে ২৩৭ মামলার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ১৬ লক্ষ ১৭ হাজার ১০০ টাকা ক্ষতিপূরন হিসাবে আদায় কারে ক্ষতিগ্রস্থ পক্ষকে দেওয়া হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত