মোরেলগঞ্জে নিরাপদ পানি বিষয়ক কর্মশালা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:১২ পিএম, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | ৬৫২

ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় মোরেলগঞ্জ ‘সবার জন্য নিরাপদ পানি বিষয়ক’ এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্য্যাক জেলা সমন্বয়কারী আল মাছুর রহমান।

ব্র্যাক ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির পরিচিতি ও অর্জন এবং নিরাপদ পানি বিষয়ক বর্তমান কর্মকান্ড স্লাইডে উপস্থাপন করেন ব্র্যাক ওয়াশ ঢাকা প্রধান কার্যালয়ের সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট তাজামুল হোসেন তাজ। উপস্থিত ছিলেন, ব্র্যাক ওয়াশ বিভাগীয় ব্যবস্থাপক মো. রাজা মিয়া, ব্র্যাক জেলা ম্যানেজার মো. আসাদুজ্জামান, ব্র্যাক ওয়াশ মোরেলগঞ্জ ম্যানেজার আব্দুর রাজ্জাক।

বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি,পাবলিক হেলথ অফিসার মনিরুল ইসলাম, চেয়ারম্যান শফিকুর রহমান লাল, এইচএম মাহামুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, কাউন্সিলর তপন পোদ্দার প্রমুখ। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল এর মায়ের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত