শরণখোলায় শুভসংঘের কমিটি গঠন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৭:৩৪ পিএম, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ | ১১২৩

শরণখোলায় কালের কন্ঠ শুভসংঘের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় পাঁচ সদস্যের উপদেষ্টাসহ ২৯সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়।

বাগেরহাট টুয়েন্টি ফোরের প্রতিনিধি মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শরণখোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কুমার মন্ডলকে প্রধান উপদেষ্টা এবং উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নিকুল চন্দ্র বিশ্বাস ও শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক রিয়াদুল ইসলাম সোহেলকে উপদেষ্টা মনোনিত করা হয়।

কার্যনির্বাহী কমিটিতে শরণখোলা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহম্মেদকে সভাপতি, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক তাপস কুমার মন্ডল ও হুমায়ুন কবিরকে সহ-সভাপতি, সরকারি কলেজের গ্রন্থাগারিক আক্তারুজ্জামান তালুকদারকে সাধারণ সম্পাদক, প্রভাষক বদরুজ্জামান ও আবু জাফর নিমেরিকে যুগ্ম-সম্পাদক, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবনকে সাংগঠনিক সম্পাদক, বায়েজিদ হোসেন ফকিরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাকের ইসলামকে কোষাধ্যক্ষ, তন্ময় মিত্রকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সুমন হাসানকে সমাজকল্যাণ সম্পাদক, মাসুদ সাইফকে ক্রীড়া সম্পাদক ও রুবিনা ইয়াসমিনকে নারী বিষয়ক সম্পাদক করে ২৯সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যরা প্রত্যেকে ১০০টাকা করে চাঁদা দিয়ে তাৎক্ষণিকভাবে একটি তহবিল গঠন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত