উকুননাশক ঔষুধ খেয়ে

বাগেরহাটে গৃহবধুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৪৮ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৫৯৫

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে উকুননাশক ঔষুধ খেয়ে জেসমিন বেগম (২৬) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে স্বামীর সাথে কলহের জেরে সে আত্মহত্যা করেছে বলে নিহত গৃহবধুর পরিবার সূত্রে জানাগেছে। জেসমিন বেগম কান্দাপাড়া গ্রামের আজিয়ার শেখের স্ত্রী ও একই ইউনিয়নের দেপাড়া গ্রামের কেরামত পাইকের মেয়ে।


বাগেরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এনায়েত হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, পারিবারিক কলহের জেরে গৃহবধু জেসমিন আত্মহত্যা করেছে। সকালে বিষ পানের পর গৃহবধুর পরিবারের লোকজন তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত