বাগেরহাটে মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

বর্তমান সরকারের আমলে মানুষের আর্থিক সঙ্গতি বৃদ্ধি পেয়েছে

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২৮ পিএম, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ | ৫৭০

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের মানুষের আর্থিক সঙ্গতি বৃদ্ধি পেয়েছে। মানুষের আয় বেড়েছে।পোশাকের ষ্টান্ডার্ড বেড়েছে। আগে যেখানে হেটে যেতাম। এখন সেখানে ভ্যানে যাচ্ছি। প্রত্যেক গ্রামে গাড়ি যাচ্ছে। প্রতিটি স্তরে জীবন যাত্রার মান বেড়েছে।

বৃহষ্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বরে তিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে শতাধিক খাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে।বিদ্যুৎ, রাস্তা-ঘাট সব কিছুর উন্নয়ন হয়েছে। শিক্ষা খাতে সরকারের প্রশংসনীয় উন্নয়ন হয়েছে। প্রাথমিক থেকে পিএইচডি পর্যন্ত সরকার উপবৃত্তি দিচ্ছে। দেশে ব্যাপকভাবে শ্রমের চাহিদা বেড়েছে। শ্রমের চাহিদা বৃদ্ধির কারণে শ্রমিকের পারিশ্রমিক বেড়েছে। একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বর্তমান সরকার সু-পরিকল্পনা করে তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের ক্ষেত্রে এ সরকারের সাথে বিগত দিনের কোন সরকারের তুলনা চলে না।

জেলা প্রশাসক তপন কুমারের বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মৎস্য ও প্রানী সম্পদ
মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত