ফকিরহাটে স্যানিটেশন বিষয়ক আলোচনা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৫:২৯ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ | ৪৩১

ফকিরহাট সদর ইউনিয়ন স্যানিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির উদ্যোগে বুধবার সকাল ১১টায় জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা স্থায়ী কমিটির সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।


“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি’ ‘করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” স্লোগানকে সামনে তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষন অফিসার মো: খোরশেদ আলম ও হাইসাওয়ার প্রোগ্রাম অফিসার সরফারাজ আহম্মেদ খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মো: মোয়াজ্জাম হোসাইন। এর পূর্বে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকে হ্যান্ড স্যানিটাজার ও গাছের চারা বিরতণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত