কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:২০ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ৮৬৮

‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দিবসটি পালন উপলক্ষে ৩১ অক্টোবর (শনিবার) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার হাজরাখালী এলাকায় এক আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান। উপজেলা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম.মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর একান্ত সহকারী এইচ.এম. শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর।

কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানগন, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত