বঙ্গবন্ধু সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেন

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:১২ পিএম, রোববার, ৬ ডিসেম্বর ২০২০ | ৭০৫

“ ১৯০৫ সালে বেগম রোকেয়া নারী মুক্তির যে স্বপ্ন বুনন করেছিলেন, আজও আমরা তা যথাযথ বাস্তবায়ন বা’ অর্জন করতে পারিনি। তাই মানুষ হিসেবে নারীর সমতা বা’ নারী মুক্তির আন্দোলন এখনও চলমান। নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেন। শোষন বঞ্চনা মুক্ত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা শেখ মুজিবর রহমানের মূল লক্ষ্য। যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করছেন।’ মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী পুস্তক পর্যালোচনা (বুক রিভিউ) প্রতিযোগীতা অনুষ্ঠানে রবিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য প্রাক্তন সচিব নমিতা রানী হালদার এ কথা বলেন।


বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। এনডিসি মো: রাহাত-উজ-জামান-এর সঞ্চালনায় এদিন বেগম রোকেয়া সাখাওয়াতের “সুলতানার স্বপ্ন” পুস্তক পর্যালোচনা করেন বাগেরহাট মেধাবী প্লাটফর্মের শিক্ষার্থী সরদার জারিফ।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে নিজের সংগ্রমী জীবনের নানা ঘটনা তুলে ধরে মেধাবী প্লাটফর্মের শিক্ষাথীদের উদ্বুদ্ধ করেন। আদর্শ মানুষ হবার জন্য নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সৃজনশীল প্রতিভা বিকাশে মুক্তচিন্তা ও অনুশীলনের মাধ্যমে যোগ্য ত্যাগী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। করোনা দুর্যোগের মধ্যেও বাগেরহাট মেধাবী প্লাটফর্মের ১’শ দিনের এ প্রতিযোগীতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে বিকাশের পাশাপাশি দেশপ্রেমি জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত