বাগেরহাট পুলিশ সুপারের বিদায় সম্বর্ধনা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৪৬ পিএম, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ | ১৮৫২

“দক্ষ এবং মানবিক পুলিশ সুপার হিসেবে পংকজ চন্দ্র রায় বাগেরহাটবাসীর মনে চীরঅম্লান হয়ে থাকবেন।” বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়-এর বদলী জনিত কারনে অনুষ্টিত বিদায় সম্বর্ধনায় বক্তারা একথা বলেন। বাগেরহাট দশানী সার্বজনীন মন্দির প্রাঙ্গনে বৃহস্পতিবার রাতে দশানী মন্দির কমিটির সভাপতি কৃষ্ণপদ পালের সভাপতিত্বে এবং শিবপুর শিববাড়ি মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি সুবোধ চন্দ্র সাহার সভাপতিত্বে বিকেলে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়।

শ্যামা পূজা ও শিব চর্তুদর্শী উপলক্ষে আগত পূজারী ও ভক্তবৃন্দ সমবেত হন। এসময় পুলিশ সুপারের সহধর্মীনী শ্রীমতি পলি রানী রায় উপস্থিত ছিলেন। সম্বর্ধিত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের বাগেরহাটে কর্মকালিন সময়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নিমাই দাস, এ্যাডভোকেট মিলন ব্যানার্জী, প্রদীপ বসু সন্তু, মোহনলাল হালদার, স্বপন বিশ্বাস, সুমন দাস, এ্যাডভোকেট স্বপন দেব, রতন দাস, এ্যাডভোকেট দিলীপ কুমার, সুপার্থ কুমার মন্ডল, শীল গৌতম কুমার, অলক গুহ, বিষ্ণুপদ দেবনাথ, অঞ্জনা চক্রবর্ত্তী, বরুণ হালদার, প্রদীপ দাস, কমল কৃষ্ণ দাস, মিন্টু হালদার, সুশান্ত দাস সাহেব, বিকাশ চন্দ্র দত্ত, বাবুল সরদার প্রমুখ।

বক্তারা বলেন, সৎ, দক্ষ এবং পরোপকারী ধর্ম-বর্ণ নিরপেক্ষ মানুষ হিসেবে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এই জনপদে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত