কচুয়ায় আলোচিত তকদির আবারো আটক

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৯:০২ পিএম, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ | ৭৫১

কচুয়ায় আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সদস্য তকদির শিকদার (৩৮) কে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপ-পরিদর্শক ফেরদৌস আলমের নেতৃত্বে উপজেলার সাংদিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাগান থেকে তাকে আটক করা হয়।

আটক তকদির শিকদার উপজেলার টেংরাখালী গ্রামের মৃত হাবিবুর রহমান শিকদারের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, আটক তকদির শিকদারের বিরুদ্ধে পিরোজপুর থানার একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। অপরাধ দমনে কচুয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ তকদির শিকদারের নামে কচুয়া, পিরোজপুর সহ বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। সে প্রায়ই পুলিশের হাতে আটক হয়ে জেলখানায় থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত