২লাখ টাকা মুক্তিপণের দাবিতে

সুন্দরবনে দুই জেলে অপহরণ

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৩:৫৪ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮ | ৯৮৫

পূর্ব সুন্দরবনে জেলে বহরে হানা দিয়ে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু “ছত্তার ভাই” বাহিনী। বুধবার রাতে চাঁদপাই রেঞ্জের শিয়ালদাহ নদী এলাকা থেকে তাদের অপরহরণ করা হয়। দুই জেলের মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেছে দস্যুরা।

অপহৃতরা হলেন, শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামের আউয়াল শাহ্’র ছেলে হাসান শাহ্ (২০) ও পশ্চিম রাজাপুর গ্রামের বলরাম কর্মকারের ছেলে তপন কর্মকার (২৭)।


নাম প্রকাশ না করার শর্তে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে মৎস্য ব্যবসায়ীরা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বুধবার রাতে শিয়ালদাহ নদীতে জাল ফেলে জেলেরা তাদের নৌকায় অবস্থান করেন। রাত ৩টার দিকে বনদস্যু ছত্তার ভাই বাহিনীর ৭-৮ জন দস্যু জেলে নৌকায় হানা দিয়ে অস্ত্রের মুখে চাল, ডাল, তেল, নগদ টাকা, মোবাইল ফোন, মাছ লুটে নেয়। এসময় ওই দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে (০১৭৯৮৫৫৫৪৫৮ ও ০১৭৮৮২০৮৪৩৯) দু’টি বিকাশ নম্বর নৌকায় থাকা অন্য জেলেদের কাছে দিয়ে এক সপ্তাহের মধ্যে ২লাখ টাকা মুক্তিপণ পরিশোধের সময়সীমা বেধে দেয় দস্যুরা।

কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, জেলে অপহরণের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত