জাতীয়করণের দাবিতে

বাগেরহাটে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

মামুন আহম্মেদ

আপডেট : ০৩:৪৮ পিএম, রোববার, ২৮ জানুয়ারী ২০১৮ | ৬৩২

বেসরকারি শিক কর্মচারিদের চাকুরী জাতীয়করণের দাবীতে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারি ফেডারেশন জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার দুপুরে বাগেরহাট প্রেসকাবের সামনে শিক্ষক-কর্মচারি এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্দন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক কর্মচারি ফেডারেশনের বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্ত্তী, প্রধান সমন্বয়কারী এসএম আকরাম হোসেন, সদর উপজেলা সভাপতি খান রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো: শহিদুজ্জামান, মো. আ: রাজ্জাক, মো. জিহাদুল করিম, মো. আলাউদ্দিন শেখ, ঝিমি মন্ডল, আব্দুল আলীম প্রমুখ।


মানববন্ধনে বক্তরা বলেন, বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে ক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে কেন। তৃণমুল পর্যায়ে আমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অবহেলিত শিক কর্মচারি রয়েছি তাদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে। তাহলেই বৈষম্যদূর হবে। অতিদ্রুত আমাদের এ দাবী বাস্তবায়িত না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান শিক নেতারা। দাবি আদায়ে ৩ মার্চ শনিবার ঢাকায় জাতীয় প্রতিনিধি সভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত