ফকিরহাটে নারীদের স্বাবলম্বী করতে ৭২জনকে সেলাই মেশিন প্রদান

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৩৮ পিএম, রোববার, ২ মে ২০২১ | ৩৯৭

ফকিরহাটে এসবিএসি করর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর আওতায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৭২জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।


উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন এসবিএসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান শিল্পপতি এস এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসবিএসি ব্যাংক লিমিটেডের প্রধান জনসংযোগ কর্মকর্তা আছাদুল্লাহ গালিব। এদিন উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের ৭২জন নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত