মোল্লাহাটে বিট পুলিশিং এর উদ্যোগে বৃক্ষ রোপণ শুরু

মোল্লাহাট প্রতিনিধি 

আপডেট : ১০:২৫ পিএম, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ | ৬১০

মোল্লাহাটে বিট পুলিশিং এর উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে ১নং উদয়পুর ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে মোল্লাহাট বাজার ও উদয়পুর উত্তরকান্দি নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন সড়কের পাশে (সরকারি জমিতে) গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

১নং উদয়পুর ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই আবু হাসানের সার্বিক তত্বাবধানে এ গাছ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর। এ গাছ রোপণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করাসহ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, আ’লীগ নেতা ফয়জুল করিম পিন্টু শেখ ও কেআর কলেজ ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ প্রমূখ।

এ উপজেলার ৭টি ইউনিয়ন এলাকায় ৭টি বিট পুলিশিং এর উদ্যোগে অনুরূপ ভাবে গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত