মোল্লাহাটে মাছের পোনা অবমুক্ত

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:১৫ পিএম, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৬১৭

মোল্লাহাটে মৎস্য অধিদপ্তরের ২০২১-২২ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের দিঘির পানিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত করনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।



এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বরুন কুমার মন্ডল, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা প্রমূখ।



সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন, উপজেলা পরিষদের দিঘি সহ উপজেলার আরো ১৪ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৩ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত