মোরেলগঞ্জে ধান ফসলের পোকার আক্রমন প্রতিরোধে কৃষক সমাবেশ

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ০৯:১৩ পিএম, বুধবার, ৩ নভেম্বর ২০২১ | ৭৬৯

মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে বুধবার দুপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চলতি মৌসুমে ধান ফসলের রোগ ও পোকার আক্রমন প্রতিরোধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


ইউনিয়নের পাথুরিয়া কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার মিলনায়তনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ । মাষ্টার নিকুঞ্জ বিহারী সুতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে,বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, মো.আলী আশ্ররাফ, মিজানুর রহমান, মোসা. সামসুন্নাহার। সমাবশে বক্তব্য রাখেন,কৃষক বাবু চিত্ত রঞ্জন, বিপ্র দাস, শাহীন হাওলদার প্রমুখ।


সভায় বক্তরা বলেন, চলতি মৌসুমে আমন ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সকল কৃষককে ধান ফসলের রোগ ও প্রতিকার সম্পর্কে অবহিত থাকতে হবে। যাতে করে যেকোন উদ্বদ্ধু পরিস্থিতিতে তারা কাজে লাগাতে পারে। সমাবেশে অর্ধ শতাধিক কৃষক অংশগ্রহন করেন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত