মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের মহিষ প্রজনন খামার পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৪৯ পিএম, রোববার, ২১ নভেম্বর ২০২১ | ৬৯২

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের ফকিরহাটের শুকদাড়ায় অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন। রবিবার দুুপুরে মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা আকস্মিক ভাবে এই খামার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার এর পরিচালক (সম্প্রসারণ) দীপক রঞ্জন রায়, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাঃ সুখেন্দু শেখর গায়েন, ময়মনসিংহ এর এনিমেল ব্রিডিং এন্ড নেনেটিক্স প্রফেসর ডাঃ মোঃ ওমর ফারুক, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ লুৎফর রহমান, সিনিয়র সহকারী পরিচালক ও (ভারপ্রাপ্ত) ব্যবস্থাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান, মোহম্মদ নুর নবী, মোঃ শহিদুল ইসলাম, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের প্রধান সহকারী মোঃ আজিজ, কেশিয়ার মোঃ রেজাউ করিম ও মেসার্স বেতাগা ট্রেডার্স এর প্রধান তত্তাবধায়ক আনন্দ কুমার দাশ প্রমুখ।

এর আগে তাঁরা মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও খামার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত