চিতলমারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো চার শতাধিক মানুষ

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:৩৬ পিএম, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | ৩৮১

চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চার শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে বুধবার (২২ ডিসেম্বর) দিনব্যাপি সন্তোষপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে কোডেক সমৃদ্ধি অফিসে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান ও কোডেক বাগেরহাটের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক শেখ হাসানুর রহমান দিনব্যাপি এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।


এসময় কোডেক এর সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মাহাবুব আলম, কর্মকর্তা নিউটন দাস, প্রিন্স হালদার, অভিজিৎ মজুমদার ও আজগার হায়দারসহ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপি চলা এ মেডিক্যাল ক্যাম্পে সন্তোষপুর ইউনিয়নের প্রায় ৪ শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত