বঙ্গোপসাগরে ডুবে যাওয়া দুই জেলের লাশ উদ্ধার

মাসুদ রানা,মোংলা

আপডেট : ১২:৩৮ এএম, রোববার, ৬ ফেব্রুয়ারী ২০২২ | ২৩০২

বঙ্গোপসাগরে দুবলার চরে আকস্মিক ঝড়ে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের দুই জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার রাতে সুন্দরবনের দুবলার চরের অদূরে মাছ ধরার ট্রলার ডু্বির ঘটনায় ২ জনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
৫ ফেব্রুয়ারী শনিবার বিকালে কোস্ট গার্ডের একটি সেকশন সার্চ এন্ড রেসকিউ অপারেশন পরিচালনা করে ২ জনের মৃতদেহ উদ্ধার করে। নিহত দুই জেলে হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার কালীগঞ্জ গ্রামের আনোয়ার শেখের পুত্র মোঃ মামুন শেখ ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামের মোঃ আজিজ খার ছেলে মোঃ ইসমাইল শেখ।
জেলেদের মৃতদেহ শনিবার সন্ধ্যায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত