শেখ হেলালের জনসভায় বোমা হামলা

বাগেরহাটে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৪০ পিএম, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ৮৯০

বিক্ষোভ মিছিল

২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলালের জনসভায় বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগ। শনিবার বিকালে শহরের রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে রেল রোড বাদল চত্বরে বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের, বিশ্বজিৎ সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ বাদশা হোসেন, কামরুজ্জামান বাচ্চু, শেখ আল আমিন রানা, ইমরান আহমেদ মনি, খান রবিউল ইসলাম ফয়সাল, রিয়াজ শিকদার, শফিকুল ইসলাম মুক্ত, দেলোয়ার হোসেন, আরিফ হোসেন, আসাদ হাওলাদার প্রমুখ। পথসভায় বক্তারা, বোমা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত