বাগেরহাটে যুবদল নেতাদের নামে 

মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ কেন্দ্রীয় যুবদলের

স্টাফ রিপোর্টার

আপডেট : ০১:০৫ পিএম, রোববার, ২৯ মে ২০২২ | ৪৪৩

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না এক বিবৃতিতে জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা ও পৌর শাখার সদস্য সচিব উমর আলী মুন্নার বিরুদ্ধে অতীতের ধারাবাহিকতায় ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।


শনিবার (২৮ মে) বিকালে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার অতীতের ন্যায় আবারও দেশব্যাপী যুবদল নেতা কর্মীদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানী শুরু করেছে। দেশের কোথাও না কোথাও প্রতিদিন গায়েবী মামলা দায়ের করে যুবদল কর্মীদের ঘর ছাড়া করা হচ্ছে, তাদের উপর নানা রকম নিপীড়ন চালানো হচ্ছে, যা বর্তমান বিশ্বের সকল স্বৈরশাসকের নির্যাতনের মাত্রা ছাড়িয়েছে।

বিবৃতি দাতা সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল মোনায়েম মুন্না অবিলম্বে মো. সুজন মোল্লা ও উমর আলী মুন্নার সকল মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা প্রত্যাহার করার দাবি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত