চিতলমারীতে রাজমিস্ত্রিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১২:২৯ এএম, মঙ্গলবার, ৩১ মে ২০২২ | ৪১৯

চিতলমারীতে রাজমিস্ত্রিদের (নির্মান শ্রমিক) অবকাঠামো নির্মান বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, জাইকার (উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী) উপজেলা উন্নয়ন সহায়ক মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারি প্রকৌশলী মো. রাশেদুজ্জামান খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত