ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:৫৪ পিএম, বুধবার, ১৫ জুন ২০২২ | ৩২১

ফকিরহাট উপজেলার ১৯৩ টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বুধবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলার মাসকাটা কমিউনিটি ক্লিনিকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করা হয়। ভিটামিন ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মু. মহিবুল্লাহ, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, স্যানিটেশন অফিসার দেবরাজ মিত্র প্রমূখ।

ফকিরহাটে শুরু হওয়া ৪দিন ব্যাপি ভিটামিন ক্যাম্পে ৬ মাস থেকে ১ বছর বয়স পর্যন্ত ১হাজার ৭শত জন শিশু এবং ১ বছর থেকে ৫ বছর বয়স পর্যন্ত ১২ হাজার ৮৪৫জন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত