মোরেলগঞ্জ ৫০ লক্ষ পাইস্যা পোনা নদীতে অবমুক্ত

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ

আপডেট : ০৪:৫০ পিএম, বুধবার, ১৪ মার্চ ২০১৮ | ৭৫৭

মোরেলগঞ্জে অবৈধভাবে আহরণ ও বিপনণের জন্য নিয়ে যাবার সময় আটক ৫০ লক্ষ পাইস্যা পোনা আটক করে নদীতে অবমুক্ত করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বুধবার দুপুর দেড় টার দিকে এসব পোনা মাছ পানগুছি নদীতে অবমুক্ত করেন। জরিমানা করা হয়েছে ট্রলার মালিক সহ ৬ জনকে ।


গোপন সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার জাকির হোসেন ও পিও এম শাহআলম এর নেতৃত্বে একটি টিম পানগুছি নদীর ফেরিঘাট এলাকা থেকে মধ্যরাতে অবৈধভাবে পাইস্যা পোনা বহনকারী ট্রলার আটক করে। ট্রলারটি পাইস্যা পোনা নিয়ে পাথরঘাটা থেকে রামপালের উদ্দেশ্যে যাচ্ছিল। পোনা মাছ অবমুক্ত করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা সহকারি সিনিয়র মৎস্য অফিসার মো. ইয়াকিন আলী।

অবৈধভাবে পোনা আহরণের জন্য রুপসা থানার আলাইপুর গ্রামের আবিদ শিকদার, মনির শিকদার, দেলোয়ার মোল্যা, নাসিম, আলী শিকদার, রবিউল শিকদারসহ ৬ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত