মোরেলগঞ্জে আদালতের নির্দেশে দোকান খুলে দিল পুলিশ

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ১০:০৯ পিএম, বুধবার, ২০ জুলাই ২০২২ | ৪৩২

মোরেলগঞ্জে আদালতের নির্দেশে একটি দোকানঘর খুলে দিয়েছে থানা পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মা এন্টারপ্রাইজ নামের টিনের দোকানটি খুলে দোকানের মালিক মো. সোয়াইবুল ইসলামের কাছে বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ওসি মো. সাইদুর রহমান।
থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর শংকর রায় বিবাদমান দুটি পক্ষের প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় আমিনুল ইসলামের পক্ষে বিজ্ঞ আদালত ১৪৪ধারা জারি করেন। আদালতের এ নির্দেশ লংঘন করে প্রতিপক্ষের লোকেরা দোকানের টিনসহ শাটার ঝালাই করে দখলে নেয়।
আদালতকে বিষয়টি অবহিত করা হলে গত সোমবার (১৮ জুলাই) থানার ওসিকে দোকান খুলে দেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশ মতে আজ স্থানীয়দের উপস্থিতিতে দোকান খুলে দেওয়া হয়।
উপজেলা সদরে ১৪৪ ধারা ভঙ্গ করে তালা মেরে দোকান দখলের চেষ্টা করার এ ঘটনাটি মোরেলগঞ্জে বেশ আলোচিত বিষয়ে পরিনত হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত