প্রেস ব্রিফিংয়ে নির্বাহী অফিসার জীনাত মহল

মুজিববর্ষের ঘর পাচ্ছেন কচুয়ায় আরো ৫০ পরিবার

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১০:৪৪ পিএম, বুধবার, ২০ জুলাই ২০২২ | ৪২০

‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান’ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় ২য় ধাপে ৩য় পর্যায় উপজেলায় ৫০টি ঘর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামে ৩৭টি, মঘিয়া ইউনিয়নের হাজরাখালী ৫টি ও খলিশাখালী মৌজায় ৮টি ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রেস ব্রিফিংএ উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল এতথ্য দেন।

এসময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ড, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল সহ উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত