উদ্ধার কাজ শুরু

কোটি টাকার পণ্য নিয়ে মোরেলগঞ্জে ট্রলার ডুবি

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ

আপডেট : ০৫:২০ পিএম, বুধবার, ৩ আগস্ট ২০২২ | ৩৩৮

মোরেলগঞ্জে প্রায় এক কোটি টাকার মুদি মালামাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার বেলা ১০টার দিকে সন্ন্যাসী বাজারের কয়েকটি দোকানের মাল নামানোর জন্য নোঙ্গর করার পরেই ট্রলারটি সেখানে ডুবে যায়। ট্রলারের ম্যানেজার সান্টু মাঝিসহ অন্যান্য ট্রলার শ্রমিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন।



ম্যানেজার সান্টু মাঝি বলেন, ট্রলারটি বুধবার ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশে ছেড়ে বেলা ৯টার দিকে সন্ন্যাসী পৌছায়। ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল রয়েছে। এসব মুদি পন্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল।



ঘটনাস্থল থেকে নিকটস্থ পুলিশ ফাঁড়ির আইসি এসআই অনুপ কুমার বলেন, ৬০ টন ধারণ ক্ষমতার ষ্টীলবডি এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। কেউ হতাহত হয়নি। মালামাল উদ্ধারের কাজ চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত