চার দিন যেতে না যেতেই 

আবারো বঙ্গোপসাগরে লঘুচাপ, কমছেনা তাপদাহ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোংলা প্রতিনিধি

আপডেট : ১১:২৫ পিএম, শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | ৩২১

চার দিন যেতে না যেতেই আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর, বন্দর চ্যানেল ও নদী উত্তাল। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত মুষলধারে বৃস্টি হচ্ছে কিন্ত মোংলা বন্দর সহ উপকুলীয় এলাকায় গরমের তাপদাহ কমছেনা। সাগর ও সুন্দরবন উপকূলের প্রচন্ড বাতাস ও দুর্যোগপুর্ন আবহাওয়া বিরাজ করছে। তবে এমন আবহাওয়ার মধ্যে সাগরে মাছ শিকারে নামতে পারছে জেলেরা।

বন্দর সুত্রে জানায়, গত কয়েকদিন যাবত প্রচন্ড তাপদাহে মোংলা বন্দর সহ উপকূলীয় এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ১৩ আগষ্ট সাগরে নিম্মচাপ কমে গেলে এর পর তিন দিন প্রখর রোদে কাজ করতে বিপাকে পড়তে হয়েছে নিতান্ত খেটে খাওয়া এখানকার দিনমজুরদের। আবার এখন বৈরী অবহাওয়ায়ও দূর্ভোগ বেড়েছে সাধারণ শ্রমজীবি মানুষের দৈনান্দিন কাজকর্মে।

বৈরী আবহাওয়া আর টানা বৃস্টিতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে মোংলা সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম। ব্যহত হচ্ছে বানিজ্যিক হাজাজের পন্য খালাস বোঝাই কাজ। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া দুর্যোগপুর্ন ও বৈরী আবহাওয়া আজ শুক্রবার দিন ব্যাপি চলছে। মোংলা বন্দর সহ সুন্দরবন উপকুল জুড়ে একাটানা ভারিবৃস্টিপাত অব্যহত রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, বন্দরের পশুর চ্যানেলের বহিঃনোঙ্গর ও জেটিতে সার, ক্লিংকার, কয়লা ও মেশিরারীজ মালামাল সহ ১৪টি বানিজ্যিক হাজাজ অবস্থান করছে। ভারি বৃস্টিপাতের কারনে এ সকল জাহাজের পণ্য খালাস-বোঝাই কাজ চরম ব্যবহত হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তার বুলেটিনে মোংলা বন্দর সহ দেশের তিনটি সমুদ্র বন্দর সমুহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকুলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের অধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সহ উপকুলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আবাস দিয়েছে আবহাওয়া অফিস। এ কারনে বঙ্গোপসাগরে অবস্থানরত ইলিশ মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুন্দরবন উপকুলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত