দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ঝুঁকি হ্রাস

মোরেলগঞ্জে সক্ষমতা বাড়ানো বিষয়ক কর্মশালা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:৫২ পিএম, রোববার, ১৮ মার্চ ২০১৮ | ৭৮১

মোরেলগঞ্জে “বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় বিপদাপন্ন জনগোষ্ঠীর দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ঝুঁকি হ্রাস এবং জীবিকা রক্ষার সক্ষমতা বাড়ানো”প্রকল্পের সমাপ্তিকরণ কর্মশালা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।


উপজেলা কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আফেরোজা আকতার লিনা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস,উপজেলা সমাজ সেবা অফিসার মো. মঞ্জুরুল হাছান।


স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সুশীলন এ আয়োজনে ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের আর্থিক ও কারিগরী সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, প্রকল্প ম্যানেজার এএসকে আশরাফুর মাশরুদ , সাখাওয়াত হোসেন রুমি, সাংবাদিক ফজলুল হক খোকন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত