ফকিরহাটে ৪টি ইট ভাটার মালিক কে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৫৪ পিএম, রোববার, ১৮ মার্চ ২০১৮ | ৭৫২

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় ভাবে তৈরীকৃত ৪টি ইট ভাটার মালিক-কে পরিবেশ দুষন করে ইট তৈরী ও বিক্রয় করার অপরাধে ২২হাজার টাকা জরিমাণা করে। রবিবার সকাল হতে দুপুর পর্যন্ত বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহারিয়ার মুক্তার ও মোঃ আলীমুজ্জামান মিলন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপরোক্ত জরিমানা প্রদান করা হয়।

আদালত সুত্রে জানা গেছে, ফকিরহাট সদর ইউনিয়নের সাতসইয়া গ্রামের ইব্রাহিম বিশ্বাসের স্ত্রী আম্বিয়া বেগমকে ৫হাজার টাকা, একই গ্রামের মোঃ আসাদ বিশ্বাসের পুত্র ফয়সাল বিশ্বাসকে ৪হাজার টাকা, শামসুর রহমান বিশ্বাসের পুত্র কামাল বিশ্বাসকে ৩হাজার টাকা ও পাগলা শ্যামনগর গ্রামের জিয়াউর রহমান জিয়া কে ১০হাজার টাকা সহ সর্ব মোট ২২হাজার টাকা জরিমাণা আদায় করা হয়। ইট ভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রন আইন ২০১৩এর ৪ধারা মোতাবেক উপরোক্ত দন্ডাদেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত