ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় দু’নারীসহ চারজন আহত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৩৩ পিএম, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ | ৩২১

ফকিরহাটের বেতাগায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দু’নারীসহ চারজন গুরুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেতাগা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাসকাটা গ্রামে রবিবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে। আহতরা হলেন, শের আলী মোড়ল (৬৯), তার স্ত্রী আকলিমা বেগম (৫৫) পুত্র রবিউল ইসলাম (২৬) ও কন্যা জোঁসনা বেগম।

হাসপাতাল সুত্রে জানা গেছে, মাসকাটা গ্রামের শেখ আলী মোড়লের সাথে পার্শ্ববর্তী বাড়ীর আজাহার মোল্লাদের সাথে তুচ্ছ একটি ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এসময় আজাহার মোল্লা ও তার পুত্র সবুজ মোল্লাসহ বেশ কয়েকজনে মিলে শের আলী মোড়লদের পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায়। এদের মধ্যে পুত্র রবিউল ইসলাম (২৬) ও কন্যা জোঁসনা বেগম-কে উন্নত চিকিৎসার জন্য খুমেকে ভর্তি হরা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার শের আলী মোড়ল নিজে বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত