রামপালে বিশ্লেষণ বিষয়ক আলোচনা সভা

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৯:৩৯ পিএম, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ | ৩৭৪

রামপালে স্থানীয় পর্যায়ে অংশ গ্রহণমূলক বিপদাপন্নতা বিশ্লেষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য দেন, বাঁধন প্রকল্পের সমন্বয়কারী খন্দকার মুশফিকুর ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার মো.শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো.ইমরান হোসেন, বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো.মাহমুদুল হাসান, সিডিপি'র বিভাগীয় সমন্বয়কারী এস, এম ইকবাল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি ও বাপা সদস্য এম এ সবুর রানা, সাংবাদিক সুজন মজুমদার, সাংবাদিক মোতাহার মল্লিক, এআরডিও মো.হাবিবুর রহমান, ইউপি সদস্য মো. মিকাইল হোসেন, কৃষ্ণা রাণী দে, মো.আলিমুজ্জামান, মো.আবু তালেব, প্রদ্যুৎ কুমার মন্ডল, প্রিন্স লেলিন, তৌহিদুল ইসলাম নাইম প্রমুখ।
বক্তৃরা জলবায়ু পরিবর্তনের কারণে এ এলাকার সমস্যা ও সক্ষমতা অর্জনের পথে বাধা এবং স্থায়িত্বশীল উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ জন্য সরকারী ও বেসরকারি উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহবান জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত