কচুয়ায় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃংঙ্খলা বিষয়ক সভা      

শুভংকর দাস বাচ্চু,কচুয়া

আপডেট : ০৯:১৭ পিএম, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ | ৪০০

কচুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসবের মৃদু আমেজ বইতে শুরু করেছে। পূজা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য উপজেলার সকল পূজা মন্দিরের প্রতিনিদের সাথে আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কচুয়া থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলামের সভাপতিত্বে পূজা মন্দিরের প্রতিনিদের সাথে আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান।


এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাড. দিলিপ কুমার মল্লিক,সাধারন সম্পাদক পূলিন বিহারী সাহা,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদউজ্জামান সাইদ।

উপজেলার কচুয়া সদর ইউনিয়নে ৫টি, গোপালপুরে ৩টি, মঘিয়ায় ৮টি, বাধালে ৫টি, রাড়ীপাড়ায় ১২টি, গজালিয়ায় ৭টি ও ধোপাখালীর ২টি মন্ডপে পুজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৭/৮টি পূজা মন্দির রয়েছে। এবছর প্রতিটি মন্দির সিসি ক্যামেরার আওতায় আনার জন্য বলা হয়েছে। প্রতিটি মন্দিরে আগত পূজারী ও ভক্তদের আসা-যাওয়া এবং শান্তিপুর্ন ভাবে পূজা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


জ্ঞানশক্তি,ধনশক্তি, জনশক্তি ও আত্মরক্ষার শক্তি অর্জন ও শত্রুদমন,ধর্মরাজ্য সংস্থাপন এবং বিশ্ব মানবের কল্যাণ সাধনের লক্ষে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর শরৎকালে এ শারদীয় দূর্গোৎসবের আয়োজন করে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত