ফকিরহাটে শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান 

পি কে অলোক,ফকিরহাট

আপডেট : ০৭:১০ পিএম, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | ৪০১

ফকিরহাট উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়, অভিভাবকদের সাথে নিয়ে শিশুরা টিকা গ্রহণের জন্য বিদ্যালয়ে এসেছে। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিশুকে টিকা নেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।


টিকা গ্রহণের পর সামিহা আহসান (৭), মো. সামসুল ইসলাম (৯), বিবেকানন্দ রাহা (৯), আফরিন সুলতানা (৮) সহ কয়েকজন শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা হয়। শিশুরা জানায়, প্রথমে ভয় পেলেও স্কুলে এসে সকল সহপাঠীদের টিকা নেওয়ার আগ্রহ দেখে ভয় কেটে গেছে। টিকা পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ জানান, প্রথম দিন আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০৭ জন শিক্ষার্থী ও আট্টাকা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১১ বছরের কম বয়সী ২৫ জন শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা প্রদান করা হচ্ছে। টিকা প্রদানের পর শিশুদের আধা ঘন্টা বিদ্যালয়ে পর্যাবেক্ষণে রাখা হচ্ছে। প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুদের টিকা প্রদান করা হবে। ৫ থেকে ১১ বছর বয়সী উপজেলার প্রায় ১৬ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে।


টিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, রোগ প্রতিরোধ বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সহকারী শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফকির কওসার আলী, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র দেবনাথ, উপজেলা স্যানিটারী ইনেসপেক্টর দেবরাজ মিত্র, চিকিৎসা প্রযুক্তিবিদ শেখ কামাল হোসেন প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত