চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় দম্পতি আহত, থানায় মামলা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৭:১৯ পিএম, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ৪৪০

চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় কিশোর বসু (৩৮) ও তাঁর স্ত্রী শোভা বসু (৩২) আহত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে তাঁরা বাড়ির সামনে এ হামলার শিকার হন। আহত কিশোর বসু উপজেলার কুড়ালতা গ্রামের ভগিরত বসুর ছেলে ও পেশায় একজন কৃষক। আহতদের উদ্ধার করে প্রতিবেশীরা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় এদিন রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


মামলার বাদী কিশোর বসুর শ্যালক প্রশান্ত মন্ডল বলেন, ‘পূর্বশত্রুতার জেরধরে বুধবার বিকেলে কুড়ালতলা গ্রামের মিল্টন কির্ত্তুনীয়া ও রেবতি মন্ডলের নেতৃত্বে ৬ থেকে ৭ জন লোক আমার ভগ্নিপতি কিশোর বসুর উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আমার বোন শোভা বসু ঠেকাতে এলে হামলাকারীরা তাঁকেও পিটিয়ে আহত করে।’

ঘটনার পর থেকে মিল্টন কির্ত্তুনীয়া ও রেবতি মন্ডল পলাতক এবং তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, কিশোর বসু ও তাঁর স্ত্রী শোভা বসুকে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত