ন্যাশনাল কর্মসূচির প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময়

মোরেলগঞ্জে আলোচনা সভা

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ

আপডেট : ১০:১১ পিএম, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮ | ১৩৯৭

মোরেলগঞ্জে বৃহস্পতিবার সকালে ন্যাশনাল কর্মসূচির প্রশিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ আলহাজ¦ ডা: মোজ্জাম্মেল হোসেন।


উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আলহাজ¦ ডা: মোজ্জাম্মেল হোসেন বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। সরকারের ঘরে ঘরে চাকুরী প্রদান করার অঙ্গীকার হিসেবে যুবকদের এ কর্মসংস্থানের ব্যবস্থা। বর্তমান সরকার প্রতিটি সেক্টরে সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। মুক্তিযোদ্ধা ভাতা, বিধাবা ভাতা, বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা এ সরকারের অবদান। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকের বিকল্প নেই।


বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি ন্যাশনাল সার্ভিস (৭ম ব্যাচ)-২০১৭ এর প্রশিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়াম্যান ফাহিমা খানম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, খম লুৎফর রহমান।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন কৃষ্ণ দাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত