রামপালের মাদারদিয়া বিদ্যালয়ে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা

এম, এ সবুর রানা, রামপাল

আপডেট : ১২:৫৩ এএম, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ | ৬১৫

রামপালের মল্লিকেরবেড় মাদারদিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলার মাদারদিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি এইচ, এম জাহাঙ্গীর হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট সমাজ সেবক চীন প্রবাসী মো. আল মামুন হাওলাদার।
প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মুজিবর রহমান, প্রাক্তন কৃত্তিছাত্র মো. বাদশা হাওলাদার, মুক্তিযোদ্ধা আ. খালেক হাওলাদার, সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ পাল, প্রধান শিক্ষক বিধান শিউলী প্রমুখ।
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে আল মামুন হাওলাদার বলেন, এ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাকে এগিয়ে নিতে আমরা কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমরা "আমাদের মল্লিকেরবেড় পরিবার" এবং "মল্লিকেরবেড় গার্লস ফোরাম" গঠন করা হয়েছে। এ দুটি সংগঠন এলাকার পরিবেশ উন্নয়ন, স্যানিটেশন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সচেতনমূলক কার্যক্রম শুরু করেছে। আগামীতে শিক্ষার মানোন্নয়নে আরও কাজ করতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিতে অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবাই এগিয়ে এলে দেশ ও জাতি গঠনে আমরা ভূমিকা রাখতে পারবো।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত