নাশকতার মামলায় বিএনপির ড. ফরিদসহ ১১ জনের উচ্চ আদালতে জামিন লাভ 

রামপাল প্র্রতিনিধি

আপডেট : ১২:০৯ এএম, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ | ৩২৫

গত ২৫ ফেব্রুয়ারী সকালে বাগেরহাট বিএনপির পদযাত্রায় নাশকতার অভিযোগে সদর মডেল থানা পুলিশ মামলা দায়ের করে। মামলায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় ৪৮ জন নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার সকালে হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট ১১ জনের জামিন মঞ্জুর করেছেন।

শুনানীতে উপস্থিত ছিলেন এ্যাডঃ নিতাই রায় চৌধুরী, বারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, এ্যাডঃ মিজানুর রহমান প্রমূখ।

আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবর রহমান এবং জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ জামিন প্রত্যাশি নেতৃবৃন্দ। উচ্চ আদালত থেকে নেতৃবৃন্দ জামিন লাভ করায় রামপাল ও মোংলা বিএনপির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত