স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা

রামপাল-মোংলার মানুষ পরিবর্তন চায়

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৯:০৭ পিএম, শনিবার, ২৯ জুলাই ২০২৩ | ১৩৪৪

রামপালে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শনিবার বিকেল ৫ টায় ফয়লাহাটের বাসস্ট্যান্ডের চত্তরে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইজারাদার ইদ্রিস আলী, বিশেষ অতিথি মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. হামীম নূরী, মোংলা উপজেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পদক উৎপল কুমার মন্ডল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মো. আবু হানিফ, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, ভোজপাতিয়া ইউপি তরফদার মাহাফুজুল হক টুকু, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় সংকর, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান সরদার রাজিব হোসেন, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক শেখ সাদী, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, মোংলা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস, রামপাল উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলাম।
সভা সঞ্চালনা করেন চয়ন মন্ডল। প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও গতিশীল করতে শেখ পরিবারের যেকোন সদস্যকে প্রার্থী হিসাবে প্রত্যাশা করেন। প্রায় ছয় সহাস্রাধীক নারী পুরুষসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত