মোরেলগঞ্জে সহপাঠিদের ইভটিজিংয়ের দায়ে ৯ম শ্রেণির ছাত্র বহিষ্কার 

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৫:৩০ পিএম, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | ৩৪৭

মোরেলগঞ্জে সহপাঠিদের প্রেম নিবেদন ও লাগাতারভাবে উত্যাক্ত করার অপরাধে ৯ম শ্রেণির এক ছাত্রকে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠি ইভটিজারকে বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও সহকারি কমিশনার(ভূমি) মো. রুহুল কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত হালদার বলেন, ৯ম শ্রেণির ওই ছাত্রের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের পরিবেশ শান্ত করতে তাকে ছাড়পত্র দিয়ে বিদায় করা হয়েছে। এ সম্পর্কে জানার জন্য ওই ছাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ সঠিক। পরিস্থিতি শান্ত করতে ৯ম শ্রেণির এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করারও পরামর্শ দেওয়া হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত