নদীতে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা ৩ বনরক্ষীর

স্মার্ট টিমের গুলিতে হরিণ শিকারী আহত, ফাঁদ ও নিষিদ্ধ জাল জব্দ

মহিদুল ইসলাম, শরণখোলা 

আপডেট : ১১:২১ পিএম, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৮০

সুন্দরবনে স্মার্ট টিমের বনরক্ষীদের সঙ্গে হরিণ শিকারীদের সংঘর্ষ হয়েছে। এতে স্মার্ট টিমের ছোড়া গুলিতে জয়নাল মাঝি (৩০) নামে শিকারী দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শিকারীদের ট্রলারের আঘাতে স্পীড বোট থেকে নদীতে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান স্মার্ট টিমের তিন বনরক্ষী।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে পূর্ব বনভিাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের চান্দের আড়া এলাকায় ঘটে এই ঘটনা। গুলিবিদ্ধ ওই হরিণ শিকারী বরগুার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের রশিদ মাঝির ছেলে।

স্মার্ট টিমের টিম লিডার ও শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, পাথরঘাটা রুহিতা এলাকার একদল শিকারী কচিখালীর চান্দের আড়া বনের ভেতরে হরিণ শিকারের ফাঁদ পেতে কাছকাছি নদীতে মাছ ধরা জাল ফেলে ট্রলারে অপেক্ষা করছিলেন। এসময় শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা স্পীড বোটে টহল দিচ্ছিলেন ওই এলাকায়। স্মার্ট টিমের স্পীডবোট দেখে জেলেবেশী শিকারীরা ট্রলার নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। বার বার সংকেত দিলেও ট্রলারটি না থামানোয় স্মার্ট টিমের বনরক্ষীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে শিকারীদের ট্রলারের কাছে যান। এসময় শিকারীরা তাদের ট্রলার দিয়ে সজোরে স্মার্ট টিমের স্পীড বোটে আঘাত করলে স্পীডবোট থেকে স্মার্ট টিম লিডার এসও নজরুল ইসলাম, বনরক্ষী অজিৎ বিশ্বাস ও অশিত পাল নামে তিন বনরক্ষী নদীতে পড়ে যান। সেই সুযোগে ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন শিকারীরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, হরিণ শিকারীরা ট্রলার নিয়ে পালানোর সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় স্মার্ট টিম। আমাদের স্মার্ট টিমের স্পীড বোট দ্রুত চালিয়ে শিকারীদের ট্রলারের কাছে গেলে ট্রলার দিয়ে সজোরে আঘাত করলে স্পীড বোটের গ্লাস ভেঙে যায় এবং বোটটি মারত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিকারীদের ট্রলারের আঘাতে স্পীড বোট থেকে তিন বনরক্ষী নদীতে পড়ে গেলে তারাও আহত হন। স্মার্ট টিমের ছোড়া ফাঁকা গুলিতে জয়নাল নামে এক জেলে সামান্য আহত হয়েছেন বলে শুনেছি।


এসিএফ মাহবুব হাসান আরো বলেন, পরবর্তীতে স্মার্ট টিমের সদস্যরা বনের চান্দের আড়া বনে তল্লাশি করে শিকরাীদের পেতে রাখা ৩০০ফুট হরিণ ধরা ফাঁদ এবং কচিখালী নদী থেকে বিপুল পরিমান নিষিদ্ধ বেন্দি জাল ও কয়েক মণ বিভিন্ন মাছের রেণু উদ্ধার করেন। এঘটনায় শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত