ইফাদ এর কান্ট্রি ডিরেক্টরদের নিরাপদ সবজি  ক্ষেত পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৩৮ পিএম, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৫৩

ইফাদ পাকিস্তান এর কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সহ এসএসিপি’র উর্দ্ধতন কর্মকর্তারা বেতাগার বিভিন্ন নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেছেন। এবং পরে অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্তরে ফারমার স্কুল ভিজিট ও তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেম্টেম্বর) সকালে ইফাদ এর পাকিস্তান ক্যান্টি ডিরেক্টর ফেরনান্দা থোমাস ডা রচা এর নেতৃত্বে তাঁরা ধনপোতা ও মাসকাটার বিভিন্ন নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেন। এবং শেষে অর্গানিক বেতাগা রিসোর্স সেন্টার চত্তরে ফারমার স্কুল ভিজিট কার্যক্রম ও স্থানীয় কৃষক/কৃষানীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইফাদ পাকিস্তান এর কান্ট্রি ডিরেক্টর ফেরনান্দা থোমাস ডা রচা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এফএও এর এডভাইসর ও সিনিয়র টেকনিকাল কাটারজিনা চাম্পীকা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এসএসিপি’র প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, বিএডিসি’র খুলনা রিজিয়ান খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ জামান ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত পুনম, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, নবনিতা জোদ্দার ও বিপুল কুমার পাল। কর্মকর্তারা নিরাপদ সবজির বিভিন্ন ক্ষেত দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নানাধরনের পরামর্শ প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত