বাগেরহাট-৩ আসনে আ.লীগ থেকে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারকে মনোনয়ন দেয়ার দাবিতে জনপ্রতিনিধি সমাবেশ

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৭:৪০ পিএম, রোববার, ১৫ অক্টোবর ২০২৩ | ৫১৯

আগামি জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেবার দাবি তুলেছেন স্থানীয় প্রায় শতাধিক জনপ্রতিনিধি ও আওয়ামী দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মিরা। জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে (১৫ অক্টোবর) রোববার বিকেলে স্থানীয় শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি তোলেন।



মোংলা উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ এম মিলন শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, জেলা পরিষদ মোংলার সদস্য আঃ জলিল শিকদার, রামপালের সদর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, পেড়িখালী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক টুকু, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান সরদার রাজিব, পৌর আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজি গোলাম হোসেন বাবলু, মোংলা পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত,যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান সাগর, শেখ মোহাম্মদ আল মামুন সহ মোংলা ও রামপাল এ দু’উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন।



সমাবেশে বক্তারা মোংলা-রামপাল বাগেরহাট-৩ এ আসনের বর্তমান এমপি বেগম হাবিবুন নাহার’র নানা সমালোচনা করে আগামি জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনে মোংলা-রামপাল আসনে এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের বর্তমান এমপিকে পরিবর্তন করে মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারকে দলীয় মনোনয়ন দেবার দাবি তোলেন। তারা আরো বলেন, বর্তমান সরকার দেশে যত উন্নয়ন করেছে তার সিকি পরিমান উন্নয়ন মোংলা-রামপালে হয়নী।

কারণ, মোংলা চেয়ে রামপাল উপজেলার দলীয় ত্যাগী নেতাকর্মীরা অবহেলিত অবস্থায় রয়েছে। এখানে মোংরা-রামপালের অধিকাংশ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা সংসদ সদস্য পদে পরিবর্তন চেয়ে ইদ্রিস আলী ইজারাদারকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুলোধ জানায়। এ সমাবেশে রামপাল ও মোংলার আওয়ামী সমর্থক শতাধিক জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা শ্রমিক সমাবেশে অংশ নেয়। এ সময় ইদ্রিস আলী ইৎারাদারকে নৌকা মার্কায় মনোনয়ন দিতে নানা শ্লোগানসহ মিছিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত