ড. কাজী মনির

বাগেরহাট জেলার বাস্তব উন্নয়নের জন্যই দরকার একতাবদ্ধ হওয়া

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৫৯ পিএম, রোববার, ১৫ এপ্রিল ২০১৮ | ৮৯৯

রবিবার বিকালে বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বৈশাখে বাগেরহাটের চৈ- মেজবান ও সাংস্কৃতিক সন্ধ্যা বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাগেরহাট জেলার বিশিষ্ট সমাজ সেবক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, সামাজিক বিভিন্ন উন্নয়ন সংগঠন বাগেরহাট জেলার বাস্তব উন্নয়নের জন্যই দরকার একতাবদ্ধ হওয়া, সেই কাজ গুলি করছেন বাগেরহাট ডেভোলপমেন্ট সোসাইটি এজন্য এই সংগঠনকে ধন্যবাদ। আমরা আপনাদের সাথে, পাশে আছি থাকবো।

পাশাপাশি বাগেরহাটের খ্যাতি, কৃষ্টি, কালচার প্রতি বছর তুলে ধরছেন, তুলে ধরছেন উন্নয়নের জন্য বিভিন্ন দাবী। আসুন সকল মতামত ভুলে বাগেরহাটের উন্নয়নে সবচেয়ে বেশী গুরুত্ব দেই।

আলোচনায় বিভিন্ন বক্তারা বাগেরহাটে এয়ারপোর্ট, আধুনিক সমুদ্র বন্দর, সুন্দরবন কেন্দ্রীক বিশ্বমানের ট্যুরিজম, বিশ্ববিদ্যালয়, ঢাকা টূ বাগেরহাট, মংলা রেললাইন দাবী করেন ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপাস্থিত ছিলেন বিচারপতি মো: রেজাউল হক, বিচারপতি আব্দুল আউয়াল, পুলিশ সুপার আলী হোসেন ফকির, এ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, ড. শেখ ফরিদুল ইসলাম, এড. হুমায়ুন কবীর বুলবুল, এ্যাডভোকেট নজিবুর রহমান, প্রফেসর ড.ওবায়দুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে আগুন, রুমনা সহ বিভিন্ন শিল্পিদের অংশ গ্রহনে সংগীতানুষ্ঠান হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত